কনকর্ড : বাংলাদেশের একমাত্র অত্যাধুনিক ইট কারখানা !! Concord Bricks & Concrete Products factory

কনকর্ড : বাংলাদেশের একমাত্র অত্যাধুনিক ইট কারখানা !! Concord Bricks & Concrete Products factory

প্রতিনিয়ত নতুন নতুন দালান গড়ে তুলে পৃথিবী এগিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। উন্নয়নের জন্য দলান নির্মানের উপাদানগুলোর মধ্যে ইট অন্যতম। বাংলাদেশে প্রতিবছর প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ কোটি ইট উৎপাদন হয়। যেখানে মোট ইট ভাটার সংখ্যা ৮ থেকে ১০ হাজারের মতো, কিন্তু দুশ্চিন্তার বিষয় এই যে ইটভাটাগুলো পরিবেশবান্ধব নয়। ইটভাটাগুলো প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গমন করে যা কৃষি জমির উপর বিরূপ প্রভাব বিস্তার করে। শুধুমাত্র মাটি পুরানো ইটভাটার কারনে প্রতিবছর এক শতাংশ হারে কৃষি জমি নষ্ট হচ্ছে
বিশ্বের অনেক দেশ রয়েছে যারা কিনা পরিবেশবান্ধব ইট উৎপাদনের লক্ষ্যে কাজ করে চলছে। ভারত, চীন, থাইল্যান্ড ভিয়েতনামসহ বিশ্বের বেশিরভাগ দেশেই ভয়াবহতা উপলব্ধি করে পরিবেশবান্ধব ইট বা ব্লক তৈরি করছে। এবার আমাদের দেশেও এই প্রযুক্তিতে ব্লক তৈরি করছে কনকর্ড গ্রুপ।

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ঘাটের পাশে উৎপাদন হচ্ছে ইট, হলো ব্লক ও টাইলস। নদীপথে আসছে মাটি, সিমেন্ট ও পাথর। তা দিয়েই তৈরি হচ্ছে এসব নির্মাণসামগ্রী। তবে আকাশে উড়ছে না কোনো কালো ধোঁয়া বা ধুলা। ভেতরে দেখা গেল, শুধু কালো ধোঁয়া কেন, এ কারখানায় কোনো ধোঁয়াই নেই। আধুনিক যন্ত্রে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব সব নির্মাণসামগ্রী, যাতে হাতের ছোঁয়াও সেভাবে লাগছে না।

পোড়ামাটির ইটের ব্যবহার বন্ধে ১৯৯৮ সালে কনকর্ড গ্রুপের এ উদ্যোগ এখন অন্যদেরও পথ দেখাচ্ছে। আরও অনেক কোম্পানি এ ব্যবসায় এসেছে।

সরকারও ২০১৯-২০ অর্থবছর থেকে অবকাঠামো তৈরিতে ১০ শতাংশ পরিবেশবান্ধব ইট ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে নির্মাণ খাতে শতভাগ পরিবেশবান্ধব ইট ব্যবহারের পরিকল্পনা করেছে সরকার। পোড়ামাটির ব্যবহার বন্ধে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমও চালাচ্ছে সরকার।
আবাসন নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ডের পরিবেশবান্ধব ইট, হলো ব্লক, ব্রিকস, টাইলস তৈরির কারখানাটি মেঘনা নদীর ধারে ৮ একর জায়গাজুড়ে কনকর্ড রেডি মিক্সড অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস লিমিটেডের একটি কারখানা, তার পাশেই ১১ একর জায়গাজুড়ে আছে আরেকটি কারখানা।

Video Credit : concord ready-mix & concrete products Itd.

⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢

LICENSE CERTIFICATE: Envato Elements Item
=================================================
This license certificate documents a license to use the item listed below
on a non-exclusive, commercial, worldwide and revokable basis, for
one Single Use for this Registered Project.

Item Title: Majestic
Item URL: https://elements.envato.com/majestic-GAK574E
Item ID: GAK574E
Author Username: SilverHoof
Licensee: Md Razib Farazi
Registered Project Name: Concord Group - Bricks Factory
License Date: January 28th, 2022
Item License Code: N5C3U9ZJP7

কনকর্ডhollow blockconcrete block

Post a Comment

0 Comments