
অবশেষে স্বীকৃতি পেল বোলপুরে প্রথম মেডিক্যাল কলেজ! স্বীকৃতি পেল শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ!
Coming as a good news, the National Medical Council has granted permission and recognition to the Shantiniketan Medical College. Admissions to MBBS course for 2021-2022 will begin from this year itself. There will be 150 seats. Recruitment process of male and female Professors, paramedical, nursing and other staffs are completed. All other structural work is also complete.
কলেজ সূত্রের খবর চলতি শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ ২০২১-২২ সেশন থেকেই
এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আসন সংখ্যা ১৫০ টি। ইতিমধ্যেই
অধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা, প্যারামেডিকেল, নার্সিং ও
অন্যান্য স্টাফদের নিয়োগ সম্পূর্ণ হয়েছে। পরিকাঠামোগত সমস্তরকম কাজও শেষ
হয়েছে। ইতিমধ্যেই, বেশ কিছু নার্সিং কলেজ ও প্যারামেডিকেল কলেজও শুরু
হয়েছে।
সব মিলিয়ে বোলপুর শান্তিনিকেতন এলাকায় মেডিক্যাল কলেজকে ঘিরে
একটি স্বাস্থ্য উপনগরী গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন শান্তিনিকেতন
মেডিকেল কলেজের প্রেসিডেন্ট মলয় পীট।
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ নিয়ে অবশ্য কিছুদিন আগেই কেন্দ্রকে চিঠি
দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানিয়েছিলেন,
বোলপুরের এই বেসরকারি মেডিক্যাল কলেজ বকলমে তৃণমূল নেতা অনুব্রত
মণ্ডলের কলেজ। কেন্দ্রকে বাংলার বিজেপি নেতা অনুরোধ করেছিলেন কলেজটিকে
যেন কোনওভাবেই অনুমোদন না দেওয়া হয়। সেই চিঠির পর মাস চারেক কেটে
গিয়েছে। শেষ পর্যন্ত জট কাটিয়ে অনুমোদনও পেল শান্তিনিকেতন মেডিক্যাল
কলেজ।
স্থানীয় বাসিন্দাদের এখন একটাই দাবি, বিগত কয়েকবছর ধরে শান্তিনিকেতনের
নাম সংস্কৃতি পরিমণ্ডলের জন্য যতখানি না উঠে এসেছ তার চেয়ে অনেক বেশি
করে রাজনীতির দৌলতে সামনে এসেছে রবি ঠাকুরের জেলার নাম৷ মেডিক্যাল
কলেজ যেন সে সব সংস্পর্শের থেকে দূরে থাকে৷
0 Comments